প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০ আগস্টের পর থেকে স্টোর থেকে ডাউনলোড করা কোনো গেম বা অ্যাপ অ্যান্ড্রয়েড ডিভাইসে চলবে না। তবে ফায়ার টিভি ও ফায়ার ট্যাবলেটে অ্যাপ ব্যবহার করা যাবে।
অ্যাপ স্টোরের পাশাপাশি অ্যামাজনের ভার্চুয়াল কারেন্সি দ্য কয়েন্স প্রোগ্রামও বন্ধ হয়ে যাবে। অ্যাপস্টোর অ্যাপ ও ইন-অ্যাপ পারচেজেও এটি কাজ করবে না।
অ্যান্ড্রয়েড এর জন্য সব গেমকে এক জায়গায় নিয়ে আসার জন্য অ্যাপস্টোর চালু করে অ্যামাজন। কেননা সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসায়িক খাতে থার্ড পার্টি অ্যাপ স্টোর বেশ আলোচনায় উঠে এসেছে। এর অংশ হিসেবে অনেকেই এ খাতে যুক্ত হয়েছে।