স্টারলিংককে টেক্কা দিতে অ্যামাজনের স্যাটেলাইট উৎক্ষেপণ

কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে অ্যামাজনের স্যাটেলাইট উৎক্ষেপণ
কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে অ্যামাজনের স্যাটেলাইট উৎক্ষেপণ | ছবি: সংগৃহীত
0

স্টারলিংককে টেক্কা দিতে প্রথম কুইপার ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠালো অ্যামাজন। সোমবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে কুইপার ব্রডব্যান্ড ইন্টারনেট কন্সটেলেশনের প্রথম ২৭টি স্যাটেলাইট একযোগে উৎক্ষেপণ করে অ্যামাজন।

কুইপার প্রকল্পের অংশ হিসেবে পৃথিবীর নিম্ন-কক্ষপথে প্রথম ধাপে মোট ৩ হাজার ২৩৬টি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে অ্যামাজনের।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় যোগাযোগ কমিশনের বেঁধে দেয়া সময় অনুযায়ী ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ অন্তত এর অর্ধেক, এক হাজার ৬১৮টি স্যাটেলাইট মহাকাশে স্থাপন করতে হবে অ্যামাজনকে।

১ হাজার কোটি ডলারের এ প্রকল্প ২০১৯ সালে প্রথম প্রকাশ করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। কুইপারের মাধ্যমে বিশ্বজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের বাজারে ইলন মাস্কের স্টারলিংকের একচ্ছত্র আধিপত্য খর্বের প্রত্যাশা অ্যামাজনের।

ইএ