রোবোট্যাক্সি উৎপাদন বাড়াবে অ্যামাজনের জুক্স

জুক্সের রোবোট্যাক্সি
জুক্সের রোবোট্যাক্সি | ছবি: সংগৃহীত
0

আগামী বছর রোবোট্যাক্সির উৎপাদন বাড়াবে অ্যামাজনের সেলফ ড্রাইভিং স্টার্ট-আপ জুক্স। যুক্তরাষ্ট্রে তার রোবোট্যাক্সির কমার্শিয়াল রোলআউটের পরিকল্পনাকে এগিয়ে আনার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। গত বুধবার ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে এমন তথ্য উঠে এসেছে।

জুক্সের সহ-প্রতিষ্ঠাতা জেসি লেভিনসন জানান, তারা তাদের ফ্রেমন্টের বর্তমান কারখানার পাশাপাশি সম্প্রসারণের জন্য ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে একটি নতুন কারখানা খুলবে।

জুক্স ইতিমধ্যেই ছয়টি মার্কিন শহরে পরীক্ষামূলকভাবে তাদের প্রায় দুই ডজন রোবোট্যাক্সি মোতায়েন করেছে। জুক্সের লক্ষ্য এ বছরের মধ্যেই পর্যায়ক্রমে লাস ভেগাস ও সান ফ্র্যান্সিস্কোতে তাদের রোবোট্যাক্সি পরিচালনা করা।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের এ উদ্যোগকে এগিয়ে নিতে ইতোমধ্যেই সেলফ ড্রাইভিং ভেহিক্যালের সেইফটি রেগুলেশনও সহজ করেছে। অ্যামাজন ছাড়াও রোবোট্যাক্সি নিয়ে কাজ করছে গুগল, টেসলা ও জেনারেল মোটর্স।

এএইচ