টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ২১৮ রানের পুঁজি পায় ইংলিশরা। তাদের হয়ে ওপেনিংয়ে নামা ফিল সল্ট হাঁকিয়েছেন ফিফটি । ৩৫ বলে ৫৫ রান করেছেন এই ব্যাটার। তাছাড়া অলরাউন্ডার জ্যাকব ব্যাথেল ৩২ বলে খেলেছেন ৬২ রানের ইনিংস। যা ইংল্যান্ডের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ।
এ দুই ব্যাটারের সঙ্গে উইল জ্যাকস, বাটলার, স্যাম কারানরা ধারাবাহিক ব্যাটিং করায় চ্যালেঞ্জিং স্কোর পায় ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা। স্বাগতিকদের হয়ে ফিফটি হাঁকিয়েছেন দুই ওপেনার ইভেন লুইস আর শাই হোপ। ৩১ বলে ৬৮ রান করেছেন লুইস।
৫৪ রান করতে হোপ খেলেছেন ২৪টি বল। অধিনায়ক পাওয়েলের ব্যক্তিগত ৩৮ আর রাদারফোর্ডের ২৯ রান উইন্ডিজের জয়ের পথ আরো সহজ করে। ম্যাচ জিতলেও এরইমধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে ক্যারিবীয়দের। পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধান এখন ।