এশিয়া
বিদেশে এখন
0

'স্মগি' আবহাওয়ায় দিল্লি বিমানবন্দরে ৩০০ এর বেশি ফ্লাইট বিলম্ব

স্মরণকালে সবচেয়ে মারাত্মক বায়ু দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ধোঁয়া আর কুয়াশার 'স্মগি' আবহাওয়ার কারণে গোটা রাজ্যে বিলম্বিত হয়েছে ৩০০ এর বেশি ফ্লাইট। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালেও দিল্লির বাতাসের মান 'মারাত্মক ক্ষতিকর' ক্যাটাগরিতে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া দপ্তর। যদিও, বাতাসের গুণগতমান পুনরুদ্ধারে 'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান' বা জিআরএপি-থ্রি- এর তৃতীয় ধাপের কাজ স্থগিত করেছেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোপাল রাই।

নজিরবিহীন বায়ুদূষণে ধোয়াশাচ্ছন্ন নগরীতে প্রায় শূণ্যের কোঠায় দৃষ্টিসীমা। খালি চোখে দেখা যায় না কিছুই।

বাতাসের গুণগত মানের দিক দিয়ে পাকিস্তানের লাহোরকে ছাড়িয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বুধবার (১৩ নভেম্বর) সুইজারল্যান্ডের এয়ার কোয়ালিটি গ্রুপ আইকিউ এয়ারের প্রতিবেদনে দাবি করা হয়, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে আছে নয়াদিল্লি।

স্থানীয় একজন বলেন, 'দূষণের কারণে অনেক সমস্যার পড়তে হচ্ছে। আমাদের বয়স হয়েছে, কিন্তু নাতি-নাতনিদের স্কুলে যাওয়ার সময় অনেক ভোগান্তিতে পড়তে হয়। ওদের নিশ্বাস নিতে কষ্ট হয়। আমার নিজেরও শ্বাস নিতে সমস্যা হয়।'

দিল্লির একজন নাগরিক বলেন, 'দূরের কোনো বস্তু দেখতে এখনও সমস্যা হয়। এছাড়া নিশ্বাস নিতে খারাপ লাগার পাশাপাশি চোখ জ্বালাপোড়া করে।'

ভারতের আবহাওয়া দপ্তর বলছে, বুধবারের পর বৃহস্পতিবারেও দিল্লির বাতাসের মান 'মারাত্মক ক্ষতিকর' ক্যাটাগরিতে অবস্থান করছে। প্রতিবছরই দীপাবলির পর ও শীতের শুরুতে বাতাসের ধূলিকণা, কার্বন নিঃসরণ, অবৈধভাবে ফসল পোড়ানোসহ নানা কারণে ধোয়া আর কুয়াশার আস্তরণে ডাকা পড়ে দিল্লির আকাশ। তবে অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের দূষণ দীর্ঘমেয়াদি ও স্বাস্থ্যের জন্য তীব্র ঝুঁকিপূর্ণ হওয়ার বাসিন্দাদের সতর্ক করছে স্থানীয় প্রশাসন। যদিও, বাতাসের গুণগতমান পুনরুদ্ধারে 'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান' বা জিআরএপি-থ্রি- এর তৃতীয় ধাপের কাজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পরিবেশ মন্ত্রণালয়।

পুরু ধোঁয়ার চাদরে চারপাশ ঢেকে যাওয়ায় বিলম্বিত হচ্ছে ফ্লাইটের সময়সূচি। ফ্লাইটরাডার টোয়েন্টি ফোরের প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে বিলম্বিত ফ্লাইটের সংখ্যা ৩০০ এর বেশি। বৃহস্পতিবার রাত ১২টায় দিল্লিতে আসা ১১৫টি ফ্লাইট ও দিল্লি ছেড়ে যাওয়া ২২৬টি ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে দাবি করছে সংস্থাটি। ফ্লাইটরাডার টোয়েন্টি ফোরের ওয়েব সাইটে আরও বলা হচ্ছে, দিল্লিতে অবতরণ করেছে এমন ফ্লাইটগুলো অন্তত ১৭ মিনিট ও দিল্লি ছেড়ে যাওয়া ফ্লাইটগুলো গড়ে ৫৪ মিনিট দেরি করে বিমানবন্দর ছেড়ে গেছে।

এই যখন অবস্থা তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুততম সময়ে সমস্যা সমাধানের কথা ভাবছে রাজ্য সরকার। এরইমধ্যে যারা অবৈধভাবে ফসল পোড়াচ্ছেন, তাদের আইনের আওতায় এনেছে হরিয়ানা ও পাঞ্জাব। তবে বাতাসের মান উন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্বন নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে বলে পরামর্শ দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

এসএস