দিল্লি বিমানবন্দর
'স্মগি' আবহাওয়ায় দিল্লি বিমানবন্দরে ৩০০ এর বেশি ফ্লাইট বিলম্ব

'স্মগি' আবহাওয়ায় দিল্লি বিমানবন্দরে ৩০০ এর বেশি ফ্লাইট বিলম্ব

স্মরণকালে সবচেয়ে মারাত্মক বায়ু দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ধোঁয়া আর কুয়াশার 'স্মগি' আবহাওয়ার কারণে গোটা রাজ্যে বিলম্বিত হয়েছে ৩০০ এর বেশি ফ্লাইট। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালেও দিল্লির বাতাসের মান 'মারাত্মক ক্ষতিকর' ক্যাটাগরিতে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া দপ্তর। যদিও, বাতাসের গুণগতমান পুনরুদ্ধারে 'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান' বা জিআরএপি-থ্রি- এর তৃতীয় ধাপের কাজ স্থগিত করেছেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোপাল রাই।