ক্রিকেট
এখন মাঠে
0

ভারতের অপারগতা, আবারও শঙ্কায় চ্যাম্পিয়ন্স ট্রফি

রাজনৈতিক কারণে ঝুলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। পাকিস্তানে গিয়ে টুর্নামেন্টে অংশ নিতে ভারত অপারগতা জানানোয় আবারও শঙ্কার মুখে এই বৈশ্বিক টুর্নামেন্ট। ফলে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। কিন্তু রাজনৈতিক কারণে ভারতীয় দল পাকিস্তানে যেতে খেলতে যেতে রাজি না হওয়ায় ঝুলছে টুর্নামেন্টের ভাগ্য।

সর্বশেষ ১৯৯৬ সালে ক্রিকেটের বৈশ্বিক আসর আয়োজন করে পাকিস্তান। তাই যেকোনো মূল্যে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় দেশটি। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে চিরশত্রু ভারত। এরই মধ্যে নিরাপত্তার দোহাই দিয়ে তারা আইসিসিকে জানিয়ে দিয়েছে, পাকিস্তানে খেলতে রাজি নয় দেশটি।

তাদের অনিচ্ছার কথা পিসিবিকে জানিয়েও দিয়েছে আইসিসি। অন্যদিকে ভারতীয়দের আপত্তির পর এবার কড়া অবস্থানে যাওয়ার কথা ভাবছে পাকিস্তানও। ভারতীয়রা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না এলে ভারতের বিপক্ষে সাধারণের ম্যাচ বয়কট করার কথা ভাবছে দেশটির সরকার।

এ অবস্থায় বিপাকে পড়েছে আইসিসি। ভারত-পাকিস্তানের ম্যাচই মূলত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এই ম্যাচকে ঘিরে সম্প্রচারস্বত্ব ও পৃষ্ঠপোষকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আয় করে থাকে আইসিসি। দুই দলের এমন বৈরি আচরণে মোটা অঙ্কের অর্থ হারানোর শঙ্কায় নিয়ন্ত্রক সংস্থাটি।

একইভাবে আর্থিক ক্ষতির মুখে পাকিস্তানও। আসরটি আয়োজন করতে না পারলে ৬৫ মিলিয়ন ডলার হাতছাড়া হবে তাদের। সাথে ৩ ভেন্যু রাওয়ালপিন্ডি, করাচী ও লাহোরের সংস্কার কাজের খরচ বহন করতে হবে বোর্ডকেই।

বৈরী রাজনৈতিক সম্পর্কের দরুন ২০০৮ সালের পর থেকে পাকিস্তান সফরে যাচ্ছে না ভারত। গেল বছর পাকিস্তানে এশিয়া কাপ আয়োজিত হলেও আপত্তির মুখে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় ভারতের ম্যাচগুলো।

এএইচ