এ সময়, বাড়তি দামে বিক্রি, ক্রয়বিক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে আলু পেঁয়াজের এই পাইকারি বাজারে কয়েক ব্যবসায়ীকে সতর্ক বার্তাও দেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।
বাজার তদারকির এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে জানিয়ে, দাম বাড়ার বিস্তারিত তথ্য সংগ্রহ করে অধিদপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা জানালেন অভিযান পরিচালনা করা সহকারী পরিচালক আবদুস সালাম।
তিনি বলেন, পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয়বিক্রয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই সুফল পাবেন সাধারণ মানুষ।