প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান নেতার ক্ষমতা গ্রহণে বাকি আরও দুই মাসের বেশি সময়। তবে এর আগেই আশার আলো হিসেবে ধরা দিয়েছেন ভ্লাদিমির পুতিন।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার শহর সোচিতে এক অনুষ্ঠানে পুতিন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। ট্রাম্পের দাবিকে গুরুত্বসহকারে দেখার আহ্বানও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
ভ্লাদিমির পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি ট্রাম্পকে অভিনন্দন জানাতে চাই। সবসময় আমি বলেছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত। তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরায় উন্নয়ন করে ইউক্রেন সংকট সমাধানের কথা বলেছেন। তার এই কথায় সবার মনোযোগ দেয়া উচিত।’
গেল জুলাইয়ে পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সভায় বন্দুক হামলার শিকার হন ট্রাম্প। তবে মনোবল না হারিয়ে মুষ্টিবদ্ধ হাতে লড়াই চালিয়ে যাবার ঘোষণা দেন তিনি। এমনকি হোয়াইট হাউজে প্রত্যাবর্তনও নিশ্চিত করেছেন রিপাবলিকান এই নেতা। তাই ট্রাম্পকে সাহসী পুরুষ হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
ভ্লাদিমির পুতিন বলেন, ‘তিনি ব্যবসায়ী ছিলেন, স্বভাবতই রাজনীতি সম্পর্কে জানাশোনা কম ছিল। তবে বন্দুক হামলার পর ট্রাম্পের প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলে যায়। ওই মুহূর্তে মুষ্টিবদ্ধ হাতের মাধ্যমে তিনি লড়াই চালিয়ে যাবার ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে এমন মন্তব্য শুধু সাহসী পুরুষই করতে পারেন।’
এদিকে ক্যাবিনেট গঠনের কাজ শুরু করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ হিসেবে সুজি ওয়াইলসকে মনোনীত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রথম নারী হিসেবে এই পদে বসতে যাচ্ছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন সুজি।
এদিকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউজের মুখপাত্র জানান, গেল জুলাইয়ে প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে অনুশোচনায় ভুগছেন না বর্তমান প্রেসিডেন্ট। নির্বাচনে হেরে গেলেও মনোবলের দিক থেকে ডেমোক্র্যাটরা পরাজিত হননি বলেও মন্তব্য করেন হোয়াইট হাউজের মুখপাত্র।