আন্তর্জাতিক বাণিজ্য
0

ট্রাম্পের জয়ে বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে ডলার ও বিটকয়েন

অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি নিয়ে মার্কিন মসনদে প্রত্যাবর্তন করলেন ডোনাল্ড ট্রাম্প। একদিন না পেরোতেই বিটকয়েনের দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে। ডলারের মূল্যও ৮ বছরের মধ্যে শীর্ষে। একদিনের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ সূচক বৃদ্ধিও দেখা গেছে যুক্তরাষ্ট্রে। এদিকে যুক্তরাষ্ট্রের মতো ইউরোপেও পুঁজিবাজার চাঙ্গা থাকলেও এশিয়ায় বেশকিছু দেশে সূচকের হার নিম্নমুখী।

এলাম, দেখলাম, জয় করলাম। মার্কিন মুল্লুকের ইতিহাসে ট্রাম্পের প্রত্যাবর্তনকে সংজ্ঞায়িত করতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এই উক্তিটিই যথেষ্ট।

অর্থনীতিকে চাঙ্গা করার প্রতিশ্রুতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা সুনিশ্চিতের কিছুক্ষণের মধ্যেই প্রায় সবধরনের সূচকেই ঘুরে দাঁড়ালো মার্কিন অর্থনীতি।

প্রথমেই আসা যাক যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিষয়ে। ট্রাম্পের জয়ে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থায় ডলারের মূল্য। শুধু বুধবারই মার্কিন মুদ্রা দেখেছে ১ দশমিক ৬৫ শতাংশ দরবৃদ্ধি।

নিজের নির্বাচনী প্রতিশ্রুতিতে ভার্চুয়াল মুদ্রাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তাই রিপাবলিকান প্রার্থীর জয়ের খানিক বাদেই বিটকয়েনের দর পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে। একদিনে ৬ হাজার ৬শ ডলার বেড়ে বর্তমানে বিটকয়েনের মূল্য দাঁড়িয়েছে ৭৬ হাজার ডলার।

করহার নামিয়ে আনা, বাজারে সরকারের নিয়ন্ত্রণ কমানো বা চীনা পণ্যে অতিরিক্ত শুল্কারোপের প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাই ট্রাম্পের জয়ে আস্থা বেড়েছে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের। একদিনে সূচকের সর্বোচ্চ অবস্থান দেখেছে এস অ্যান্ড পি ফাইভ হানড্রেড, নাসডাক কম্পোজিট ও ডো ইন্ডাস্ট্রিয়ালস।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের বড় অর্থনীতির দেশগুলোতে পুঁজিবাজারে চাঙ্গাভাব লক্ষ্য করা গেলেও এশিয়ায় বেশ কিছু দেশে সূচকের হার নিম্নমুখী ছিল।

এএম