দেশে এখন
0

ময়মনসিংহে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

ময়মনসিংহে এলপিজি গ্যাস আনলোডের সময় বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

এদিকে, বিস্ফোরণের পর থেকে দুর্ঘটনা কবলিত এলপিজি ট্যাংক থেকে এখনও গ্যাস নির্গত হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে দুর্ঘটনার ৫শ' মিটার এলাকাজুড়ে বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গতকাল দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর এলাকার ইন্ট্রাকো এলপিজি লিমিটেড-এর একটি পাম্পে গ্যাস আনলোডের সময় হঠাৎ আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের আজহার সিএনজি ফিলিং স্টেশনে।

এ সময় গাড়িতে গ্যাস নিতে আসা কয়েকটি যানবাহনে একাধিক বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ৬ জন চিকিৎসাধীন আছে।

এএইচ