ক্রিকেট
এখন মাঠে
0

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও ম্যাচ খেলতে বাধা নেই সাকিবের

কাউন্টিতে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও আন্তর্জাতিক ম্যাচ খেলতে বাধা নেই সাকিব আল হাসানের।

সম্প্রতি সারের হয়ে খেলার পর সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার খবর চাউর হয়। প্রশ্ন ওঠে অভিযুক্ত হওয়ার পরেও সাকিবের আন্তর্জাতিক ম্যাচ খেলা নিয়ে। অবশেষে রহস্য উন্মোচন হয়েছে।

মূলত কাউন্টিতে ওঠা অভিযোগের সাথে আইসিসির কোনো সম্পর্ক নেই। এমনকি ইংল্যান্ডের বাইরে অন্য দেশেও বোলিং অ্যাকশনের টেস্ট না দিয়েই খেলতে পারবে সাকিব।

বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, শুধু সাকিব যদি আবারো ইংল্যান্ডে ঘরোয়া লিগে খেলতে যান সেই ক্ষেত্রে সাকিবকে বোলিং অ্যাকশন টেস্ট করাতে হবে।

এএইচ