বিদেশে এখন
0

ভোটগ্রহণের মাধ্যমে আজ মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

অপ্রত্যাশিত কিছু না ঘটলে ভোটের পরদিনই ফলাফল জানা যাবে। আজ (মঙ্গলবার, ৫ নভেম্বর) ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। অঙ্গরাজ্য ও কাউন্টির ওপর নির্ভর করে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত।

১৮৪৫ সাল থেকে ঐতিহ্যগতভাবে নভেম্বরের প্রথম মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

অঙ্গরাজ্য ও কাউন্টির উপর নির্ভর করে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত। সাধারণত একাধিক টাইম জোনের কারণে একেক অঙ্গরাজ্যে একেক সময়ে ভোট শেষ হবে। প্রতিটি অঙ্গরাজ্যে আলাদাভাবে ভোটগ্রহণ ও গণনা করা হবে। ভিন্ন সময়ে ভোটিং প্রক্রিয়া শেষ হবে সাতটি সুইং স্টেটেও।

ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শেষ মুহূর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সুইং স্টেটসহ অন্য যেকোনো অঙ্গরাজ্যে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান অর্ধেক পয়েন্ট থাকলে স্বয়ংক্রিয়ভাবে ভোট পুনঃগণনা করতে হবে।

সাধারণত ফলাফলের জন্য নির্বাচনের রাত বা পরের দিন সকাল এমনকি কয়েক দিন বা সপ্তাহও পর্যন্তও অপেক্ষা করতে হতে পারে। ২০২০ সালের ৩ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলেও, ফলাফল ঘোষণা করা হয় ৭ নভেম্বর। কারণ সুইং স্টেট পেনসিলভেনিয়া ও নেভাডা অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণায় বিলম্ব হয়েছিল। এদিকে, ২০১৬ সালে নির্বাচনের পরদিনই ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া, ২০১২ সালে ভোটের মধ্যরাতের মধ্যেই বারাক ওবামার দ্বিতীয় মেয়াদের বিজয় নিশ্চিত করা হয়।

নির্বাচনের দিন প্রাপ্ত ভোট গণনার পর প্রাথমিক ও পোস্ট ব্যালটগুলো গণনা করা হয়। সবশেষে গণনা করা হবে বিদেশিও সামরিক ব্যালটগুলো।

চূড়ান্ত ফলাফল প্রকাশের পর প্রেসিডেন্টের শপথ গ্রহণের জন্য অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ২০ জানুয়ারির পর্যন্ত। ওইদিন শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল প্রাঙ্গণে হবে এই আয়োজন।

ইএ