ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে কাজ করতে সম্মত রাশিয়া

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন

ভলোদিমির জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন
ভলোদিমির জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা চুক্তিতে কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ফোনালাপ শেষে এ কথা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।

রাষ্ট্রীয় গণমাধ্যম আর.আই.এ নভোস্তিকে দেয়া সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট জানান, যুদ্ধবিরতি ফলপ্রসূ করতে কার্যকর পন্থা তৈরি করা প্রয়োজন। এসময় ইউক্রেন ইস্যুতে সরাসরি মধ্যস্থতার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুতিন।

এদিকে দুই নেতার ফোনালাপের কিছুক্ষণ আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, অস্ত্রবিরতির আলোচনা অচলাবস্থায় রয়েছে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের নয়।

সেজন্য ইউক্রেনে শান্তি স্থাপন প্রক্রিয়া থেকে যুক্তরাষ্ট্র সরে আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

এসএস