বিদেশে এখন
0

মিশিগানে ডেমোক্র্যাট সমর্থনে ভাটা, ট্রাম্পের পাল্লা ভারি

দোদুল্যমান বা স্যুইং স্টেট অঙ্গরাজ্য মিশিগানে ডেমোক্র্যাটদের সমর্থনে ভাটা পড়ার আভাস মিলছে। ইতোমধ্যেই কামালা হ্যারিসকে সমর্থন জানানো বাদ দিয়ে অনেকেই যোগ দিয়েছেন রিপাবলিকান পার্টিতে। ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী করতে কাজ করছেন স্বেচ্ছাসেবক হিসেবেও।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যতোই ঘনিয়ে আসছে, জনসমর্থনের গতিবিধি ততই পাল্টাতে শুরু করেছে। সুইং স্টেট মিশিগানের সাগিনাউ কাউন্টিতেও যেন হঠাৎ উল্টোতে শুরু করেছে পাশার দান।

একটা সময় ডেমোক্র্যাট পার্টিকে সমর্থন দিলেও, অনেকেই এখন যোগ দিচ্ছেন রিপাবলিকান পার্টিতে। অর্থাৎ নির্বাচনে কামালাকে ছেড়ে ট্রাম্পের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তারা।

বাসিন্দাদের একজন বলেন, ‘আমি একজন ডেমোক্র্যাট ছিলাম। আমি এখন রিপাবলিকান পার্টিতে আছি। কারণ ডেমোক্র্যাটরা অন্য দিকে এগুচ্ছে।’

এদের মধ্যে অনেকেই আছেন, যারা এর আগে মিশিগান ছাড়াও পেনসিলভানিয়া এবং উইসকনসিন অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির বিজয় ধরে রাখতে কয়েক দশক কাজ করেছেন। তারা এখন দাবি করছেন, একটা সময় ডেমোক্র্যাট নেতারা নিম্ন আয়ের মানুষের কথা ভাবতো, কিন্তু এখন তারা সেই পথ থেকে সরে গেছে। উল্টো রিপাবলিকানরা একটা সময় ধনীদের প্রাধান্য দিলেও বর্তমানে তারা সবার হয়ে কাজ করছে বলেও দাবি তাদের। ট্রাম্প যখন ক্ষমতায় ছিল, তখনকার মার্কিন অর্থনীতি সেই শিক্ষাই দেয় বলেও মনে করেন তারা।

আরেকজন বলেন, ‘ট্রাম্পের সময়কার অর্থনীতি অনেক ভালো ছিল। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক সস্তা ছিল। জ্বালানি পণ্য গ্যাসের দামও কম ছিল। সেইসঙ্গে আমাদের বিনিয়োগ নিরাপদ ছিল।’

আসন্ন নির্বাচনে মিশিগানের সাগিনাউ কাউন্টি বড় ধরনের প্রভাব রাখতে পারবে বলে মনে করছেন ডেমোক্র্যাট পার্টি ছেড়ে আসা নতুন রিপাবলিকান সমর্থকরা। অতীত ইতিহাস ঘাটলেও সেদিকেই ইঙ্গিত দেয়। কারণ ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প এই কাউন্টিতে বিজয়ী হয়েছিলেন এবং প্রেসিডেন্ট হয়েছিলেন। পরে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেন নির্বাচিত হয়ে হোয়াইট হাউজের মসনদ নিশ্চিত করেছেন।

ইএ