প্রেসিডেন্ট হিসেবে গতকাল (রোববার, ১৯ জানুয়ারি) তার শেষ কর্মদিবসে সাউথ ক্যারোলিনার কৃষ্ণাঙ্গ গির্জায় হতাশ ডেমোক্র্যাটদের আশা ছেড়ে না দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এসময় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা সিক্ত হন বাইডেন। ক্ষমতা না থাকলে সব সময় জনসাধারণের হয়েই থাকবেন বলে জানান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। বয়স হলেও কোনোভাবেই ক্লান্ত নয় বলে দাবি করেন তিনি।
২০২০ সালের নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দেয়ায় সাউথ ক্যারোলিনাসহ দেশবাসীর প্রতি পুনরায় কৃতজ্ঞতা জানান এই ডেমোক্র্যাট নেতা।