ক্রিকেট
এখন মাঠে
0

শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কিছু জানেন না বিসিবি সভাপতি

সাকিবকে মাঠ থেকে বিদায় দিতে চায় বোর্ড

নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার বিষয়ে পরিষ্কার কিছু জানেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। এ বিষয়ে শান্ত'র সঙ্গে আলোচনা করবেন তিনি। এছাড়া সাকিব আল হাসানকে মাঠ থেকে বিদায় দিতে চায় বোর্ড, সেই ইচ্ছার কথাও জানান ফারুক আহমেদ।

চট্টগ্রাম টেস্ট শুরুর আগেই দেশের ক্রিকেটে ঝড়, আলোচনার বিষয় নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি। তিন সংস্করণেই অধিনায়কের পদ ছাড়তে চান বলে খবর রটে। বিসিবি সভাপতিও নাকি গণমাধ্যমের কল্যাণেই জেনেছেন সেই খবর। চট্টগ্রামে বসে শান্তর সঙ্গে সরাসরি আলাপেই জেনে নিতে চান বাকিটা। সিদ্ধান্ত নিতে চান তারপরই।

ফারুক আহমেদ বলেন, 'একটা পত্রিকা পড়ে তো সদ্ধান্ত নেয়া ডিফিকাল্ট হয়। সে কনটিনিউ করতে চায় কি চায় না সেটা না বসে কথা বললে তো বুঝবো না।'

মিরপুর টেস্টের আগেও দেশের ক্রিকেট উত্তাল ছিল সাকিব আল হাসান ইস্যুতে। নানা জটিলতায় দেশের মাটি থেকে এই অলরাউন্ডারের বিদায় নেয়ার সাধ আর পূরণ হয়নি। আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে সাকিব থাকছেন কি না? সেই প্রশ্নও উঠছে। তবে বিসিবি ইতিবাচক তার খেলার ব্যাপারে।

ফারুক আহমেদ বলেন, 'সাকিব আল হাসানের ব্যাপারটা হচ্ছে যেহেতু এখনও দল করা হয়নি, আমার মনে হয় এখনও অ্যাভেইলেবল আছে সে।'

আরেক অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালের ক্যারিয়ার ভাবনা নিয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন বোর্ড সভাপতি।

এসএস