দেশে এখন
1

খাগড়াছড়িতে আগামীকাল সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

ইউপিডিএফ জানায়, আজ (বুধবার, ৩০ অক্টোবর) সকালে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়া এলাকায় ঢুকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের কর্মীদের ওপর গুলি চালায়।

এতে ঘটনাস্থলেই নিহত হয় সুবাস চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। নিহত সবাই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর প্রসিত গ্রুপের সদস্য।

হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর