দেশে এখন
1

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির দীঘিনালায় করাতকল স্থাপনের জন্য পাহাড় কাটার অপরাধে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসাথে অবৈধ করাতকল স্থাপনা ভেঙে জব্দ করা হয়েছে।

আজ (বুধবার, ৯ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মোছা. লুতফুর নাহার শারমিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মূলত উপজেলার মেরুং ইউনিয়নের বড় মেরুং এলাকার মো. করিমের ছেলে মো. নজরুল ইসলাম অবৈধ করাত কল স্থাপনের জন্য মাটি ভরাটকাজ করতেই পাহাড় কাটছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে এই অপরাধ স্বীকার করায় এসময় নজরুল ইসলামকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। একইসাথে ওই অবৈধ করাতকল স্থাপনা ভেঙে জব্দ করা হয়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর