বায়ার্নের বিপক্ষে টানা ছয় হারের পর অবশেষে স্বস্তির জয় পেলো বার্সেলোনা। বার্সার হয়ে নিজের শততম ম্যাচও স্মরণীয় করে রাখলেন রাফিনহা দুর্দান্ত হ্যাটট্রিকে। শততম ম্যাচ হওয়ায় স্মারক জার্সিও উপহার পেয়েছেন রাফিনহা। উদযাপনটাও হয়েছে অসাধারণ।
বায়ার্নের বিপক্ষে প্রতিশোধ নিতে পারায় রিয়ালের মুখোমুখি হওয়ার আগে আরও আত্মবিশ্বাসী বার্সা। ম্যাচের প্রথম মিনিটেই রাফিনহার নৈপুণ্যে এগিয়ে যায় বার্সা। হ্যারিকেনের গোলে বায়ার্ন সমতা ফেরালেও বিরতির আগে আবারও লিড নেয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক সম্পন্ন করে ব্যবধান বাড়ান রাফিনিয়া।
এদিকে গোল উৎসবে নতুন রেকর্ড ম্যানসিটির। ঘরের মাঠে স্পার্তার বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল। দাপুটে ফুটবলে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ম্যানিসিটি। ম্যাচে জোড়া গোল করেছেন আর্লিং হ্যালান্ড। সহজ জয়ে একটা রেকর্ডও গড়েছে সিটি।
ইউরোপ সেরার লড়াইয়ে এখন পর্যন্ত টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গার্দিওলার দলের। টানা ছাব্বিশ ম্যাচ অপরাজিত ম্যানচেস্টার। ইংলিশ ক্লাবটি ভেঙে দিয়েছে নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।