রিয়াল মাদ্রিদের সঙ্গে শেষ ৪ দেখায় একবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে সিটিজেনরা শেষবার জয় পেয়েছিল প্রায় ৬ বছর আগে। আর ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ কতটা শক্তিশালী সেটা কে না জানে। সব সমীকরণকে পেছনে ফেলতেই যেন বুধবার রাতে মাঠে নেমেছিল পেপ গার্দিওলার দল।
আরও পড়ুন:
রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। তার ওপর চোটের জন্য নেই দলের মূল গোলমেশিন কিলিয়ান এমবাপ্পে। তবুও শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লস ব্লাঙ্কোসরা। বিপরীতে রক্ষণ সামলাতে ব্যস্ত ম্যানচেস্টার সিটির ডিফেন্ডাররা। এরই মাঝে ২৮ মিনিটে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান রদ্রিগো। ৩২ ম্যাচ পর গোলে দেখা পাওয়ার মধ্য দিয়ে রিয়ালকে লিড এনে দেন তিনি।
অবশ্য লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। কর্নার থেকে জটলার ভেতর বল পেয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলের দেখা পান নিকো ও'রাইলি। রুডিগারের শিশুসুলভ ভুলে ভিএআর থেকে পেনাল্টি পায় ম্যানসিটি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি আর্লিং হালান্ড। নিজের ৫০তম চ্যাম্পিয়নস লিগ ম্যাচটা ৫১তম গোল করার মাধ্যমেই রাঙিয়েছেন এ ফরোয়ার্ড।





