নতুন মৌসুমের এল ক্লাসিকোর জন্য কত আয়োজন আর কত অপেক্ষা অগণিত ভক্ত সমর্থকদের। তবে মাঝে সে আকর্ষণ যেন একেবারই তলানিতে গিয়ে ঠেকেছিল। তারকা ফুটবলারদের অনুপস্থিতি বিশেষ করে মেসি-রোনালদোর মতো ফুটবলারদের ক্লাব পরিবর্তনে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার দ্বৈরথের উত্তাপ ঝিমিয়ে পড়ে সমর্থকদের অজান্তেই।
তবে নতুন মৌসুমে হারিয়ে যাওয়া সেই আকর্ষণ এবার ফেরার অপেক্ষা। সান্তিয়াগো বার্নাব্যুতে ২৭ অক্টোবরের দুদলের ম্যাচ ঘিরে দর্শকদের টিকেট কেনার আগ্রহ রীতিমতো অবাক করার মতো। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএসের তথ্যমতে ১০ লাখের বেশি দর্শক অনলাইনে টিকিট কেনার জন্য লাইন দিয়েছেন।
এবার এল ক্লাসিকোর টিকেটের সর্বনিম্ন খরচ ১৩০ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার টাকা। তবে চড়া দামেও টিকেট প্রত্যাশীদের আগ্রহের কমতি নেই।
হঠাৎ করে এমন আগ্রহের কারণ কী? মূলত চলতি মৌসুমে দুই দলের জমে ওঠা লড়াই আর কিলিয়ান এমবাপ্পের মতো তারকা ফুটবলারের খেলা বাড়তি উন্মাদনা ছড়াচ্ছে আসন্ন এল ক্লাসিকোতে।