পুলিশ জানিয়েছে, রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার করা হয়।
জুলাই-আগস্টের আন্দোলন ও গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকটি মামলায় অভিযুক্ত করে সাবেক এই মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ৫ আগস্টের পর থেকেই লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি।
এর মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে মহাখালীতে রিকশাচালক মো. সোহাগকে হত্যাচেষ্টার অভিযোগে গত ৫ সেপ্টেম্বর আতিকুল ইসলামসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী সোহাগের বাবা।
ভুক্তভোগীর বাবা রিকশাচালক মো. নুরুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেন সিএমএম আদালতে। আদালতে ৫ জন স্বাক্ষীর জবানবন্দি শেষে ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিবের আদালত বনানী থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।
এছাড়া খিলগাঁও থানার শ্রমিক দল ও সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় মেয়র আতিকুল ইসলামের নাম রয়েছে। এছাড়া একাধিক মামলায়ও তার নাম রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গত ১৯ আগস্ট ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।
আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে প্রথমবার মেয়র নির্বাচিত হন।
পরে ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে আবারো তিনি ঢাকা উত্তরের মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আতিকুল ইসলাম।