একেই বুঝি বলে 'মরার উপর খাঁড়ার ঘা'। একে তো হাঙ্গেরির সাথে ড্র, তার ওপর ফন ডাইকের লাল কার্ড। অবশ্য হাঙ্গেরির সাথে হারের চাইতেও ডাচদের মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ডাচ অধিনায়কের লাল কার্ড ইস্যু।
কারণ আগামী সোমবার (১৪ অক্টোবর) জার্মানির সাথে গ্রুপ পর্বের পরের ম্যাচে ফন ডাইককে থাকতে হবে মাঠের বাইরে। সমান তিন ম্যাচ খেলে নেদারল্যান্ডের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জার্মানি।
পরের ম্যাচে জার্মানির সাথে জয় পেলেই শীর্ষে ওঠার সুযোগ আছে ডাচদেরও। তবে ফন ডাইকের সাসপেনশনে দুশ্চিন্তার ভাঁজ ডাচ শিবিরে।
গ্রুপ পর্বের প্রথম মহারণে ২-২ গোলে ড্র করেছিল জার্মানি ও নেদারল্যান্ডস।