সংস্কৃতি ও বিনোদন
0

হলিউড-বলিউডের যেসব ব্লকবাস্টার সিনেমায় ধর্মীয় কাহিনীর প্রভাব রয়েছে

মহাভারত এবং রামায়ণ, প্রাচীন ভারতের জনপ্রিয় দুটি মহাকাব্য। সনাতন হিন্দু ধর্মালম্বীদের কাছে মহাভারত ও রামায়ণ মর্যাদা ধর্মগ্রন্থের মতো। এই দুই মহাকাব্যিক ধর্মীয় কাহিনী নিয়ে রচিত হয়েছে অনেক গল্প, উপন্যাস, কবিতা, নাটক এমনকি অ্যানিমেটেড কার্টুনও। ভারতীয় সংস্কৃতিতে দারুণ প্রভাব রয়েছে এই দুই মহাকাব্যের। তবে সাম্প্রতিক সময়ে ব্লকবাস্টার সিনেমার কাহিনীতেও ধর্মীয় কাহিনীর প্রভাব বেশ লক্ষণীয়। বলিউডে অ্যাকশন কিংবা সাই-ফাই সিনেমাতেও এখন ধর্মের ছোঁয়া। বাদ যায়নি হলিউডও।

২০২৩ সালে মুক্তি পায় বলিউড সিনেমা আদিপুরুষ। প্রভাস, সাইফ আলী খান ও কৃতি শ্যানন অভিনীত এই সিনেমা পৌরাণিক গল্প রামায়ণের ওপর নির্মিত। যদিও নানা বিতর্কের কারণে বাণিজ্যিকভাবে ভরাডুবি হয় সিনেমাটির। তা সত্ত্বেও বিভিন্নসময় ভারতের বিভিন্ন চলচ্চিত্র রামায়ণ এবং মহাভারত, এই দুই মহাকাব্য থেকে অনুপ্রাণিত। সাম্প্রতিক বছরগুলোতে এই ধারা আরো বেশি লক্ষণীয়।

২০১০ সালে মুক্তি পায় মণি রত্নমের সিনেমা রাবণ। সিনেমাতে বীরা নামের এক নক্সালকর্মী পুলিশের এসপি দেব প্রতাপ শর্মার স্ত্রী রাগিণী শর্মাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। যেখানে সে রাবণ নামে পরিচিত। অন্যের স্ত্রীকে অপহরণ করে নিজের রাজ্যে নিয়ে যাওয়া আর তাকে উদ্ধার করার জন্য পুলিশের অভিযান। পুরো গল্পের প্রেক্ষাপটই রামায়ণের প্রতিফলন।

২০১৫ সালে ভারতীয় দর্শকদের মাঝে ঝড় তুলেছিল বাহুবলী: দ্য বিগিনিং। সিনেমাটি মাহিষমতীর রাজ্যে সংঘটিত ঘটনা নিয়ে। ২০১৭ সালে মুক্তি পায় এর সিকুয়েল বাহুবলী: দ্য কনক্লুশন। সেসময়ে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ছিল বাহুবলীর এই দুটি সিকুয়েল। দুটি সিনেমা বিশ্বব্যাপী প্রায় ২০০০ কোটি রুপি বক্স অফিসে সংগ্রহ করে। ভারতীয় চলচ্চিত্রগুলোর মধ্যে সর্বোচ্চ আয়কারী হিসেবে বিবেচনা করা হয় সিনেমা দুটিকে।

বাহুবলী সিরিজটি মহাভারত এবং রামায়ণ মহাকাব্য থেকে অনুপ্রাণিত। দেবসনার বন্দি, ভাল্লাদেবের রাজ্য দখল, রাজপুত্র শিভার রাজ্য পুনরুদ্ধার, এসব কিছুতেই ধর্মের প্রভাব লক্ষণীয়।

'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান - শিবা' ২০২২ সালের ব্যবসাসফল এই সিনেমা প্রেমে পড়া এক যুবকের গল্প। যার আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। এবং মহাজাগতিক বাইরে তার সংযোগ স্থাপন করারও সক্ষমতা আছে। চলচ্চিত্রটি মহাভারতের "অস্ত্রা" থেকে অনুপ্রাণিত।

একই বছরে আরেক ব্লকবাস্টার সিনেমা আর আর আর এর কাহিনীতেও দেখা গেছে রামায়ণের প্রভাব।

চলতি বছরের ২৭ জুন মুক্তি পায় সায়েন্স ফিকশন সিনেমা কল্কি ২৮৯৮ এডি। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমার গল্প পুরোটাই মহাভারত থেকে অনুপ্রাণিত। যাকে কল্পবিজ্ঞানের আলোকে চিত্রিত করা হয়েছে। ৬০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা ১২০০ কোটি রুপি আয় করে।

আসন্ন বলিউড সিনেমা ‘সিংহাম এগেইন’ -এর পাঁচ মিনিটের ট্রেলারেও দেখা গেছে ‘রামায়ণ’-এর ছোঁয়া। সীতাহরণের প্রতিশোধে রামের রাবণবধ, হনুমানের লঙ্কাকাণ্ডের প্রসঙ্গ টেনে গল্প বুনেছেন পরিচালক রোহিত শেট্টি। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির খল চরিত্র অর্জুন কাপুর। তাকে ‘রাবণ’ বলেই উল্লেখ করা হয়েছে ট্রেলারে। পুলিশ অফিসারের ভূমিকায় অজয় দেবগন যেন রাম। আর তাঁর স্ত্রীয়ের ভূমিকায় করি না কাপুরকে দেখা গেল সীতা ভূমিকায়। রণবীর সিংয়ের কর্মকাণ্ড হনুমানের প্রতিচ্ছবি। বাদ যায়নি হলিউডও।

২০২১ সালে মুক্তি পাওয়া ডুন এবং ২০২৪ এ মুক্তি পাওয়া ডুন টু-তেও পাওয়া গেছে ধর্মীয় কাহিনীর ছোঁয়া। সাই-ফাই ধারার এই চলচ্চিত্রে পল এট্রিডিস বা লিসান আল গাইব যিনি মরুবাসীকে একত্রিত করে মরুর বুকে শান্তি প্রতিষ্ঠা করেন। এর মাঝে অনেকটা ইসলাম ধর্মে বর্ণিত ইমাম মাহদী আ. এর মিল খুঁজে পান অনেকে।

ডুন সিরিজে পল এট্রিডিসরুপি টিমোথি শ্যালামে মরুভূমির গ্রহ আরাকিসের সমাজকে পুনর্গঠন করে সমৃদ্ধি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। অন্যদিকে ইমাম মাহদীর আগমনের সাথে সাথেও পৃথিবীতে ন্যায়বিচার ও সমৃদ্ধির একটি নতুন যুগের সূচনা হবে বলে ধর্ম বিশ্বাসীরা মনে করে। ডুন এবং ডুন টু দুটি সিনেমাই হলিউডে দারুণ ব্যবসা করেছে। প্রায় ১০০০ মিলিয়ন ডলার জমা করেছে বক্স অফিসের ঝুলিতে।

বাণিজ্যিক কারণে হোক কিংবা বিশ্ব রাজনীতি, সাম্প্রতিক সময়গুলোতে হলিউড-বলিউড সিনেমার গল্পে ধর্মের প্রভাব বেশ লক্ষণীয়। বিশেষত বলিউড সিনেমাতে যুগ যুগ ধরেই এই ধারা চলে আসছে। তবে একসময় সিনেমার গল্প পুরোপুরি ধর্মভিত্তিক হলেও বর্তমানে যেকোনো গল্পেই ধর্মের সংমিশ্রণ যেন ট্রেন্ডে পরিণত হয়েছে।