তিনদিন পর বসছে ৯৭তম অস্কার আসর

সিনেমা
সংস্কৃতি ও বিনোদন
0

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের এবার আসরের বাকি আর মাত্র তিনদিন। যদিও মনোনয়ন, ভোটাভুটি ইত্যাদি ছাপিয়ে আলোচনায় রেড কার্পেটের সাজ পোশাক। তবে বহুবছর ধরে অস্কারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বিলিওনেয়ার তারকাদের মহামূল্যবান অলংকার। এবারও তার ব্যতিক্রম নয়। অস্কারের আয়োজনকে ঘিরে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছে গয়নার কারিগর থেকে শুরু করে দামি পাথর সরবরাহকারী প্রতিষ্ঠানও।

কোন পরিচালকের হাতে উঠতে যাচ্ছে এবারের অস্কার কিংবা কার অভিনয়ে মুগ্ধ হলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জুরিবোর্ড। সেসব ছাপিয়ে আলোচনায় অস্কারে অংশ নিতে যাওয়া অতিথিদের সাজপোশাক। বিশেষ করে কোন বহুমূল্য রত্ন খচিত অলংকার পড়ে রেড কার্পেটে উঠবেন হলিউডের স্টার অভিনেত্রীরা-এ নিয়ে আগ্রহের শেষ নেই ভক্ত-অনুরাগীদের।

ভক্ত-অনুরাগীদের একজন বলেন, ‘রেড কার্পেটে হাঁটা শুধুমাত্র অনুষ্ঠানের একটি অংশ নয়, এখানে ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার একটি বিষয় থাকে। আপনার ব্যক্তিত্ব ফুটে উঠতে পারে কানের দুল, গলার হাড়, কিংবা একটি আংটির মাধ্যমেও।’

১৮৮৮ সাল থেকে পৃথিবীর নামিদামি জুয়েলারি শপে হীরা সরবরাহ করে আসছে ডি বিয়ার্স গ্রুপ। যুক্তরাজ্যের লন্ডনে নিজেদের শোরুমও আছে ডি বিয়ার্সের। তাদের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জানান, অস্কার উপলক্ষ্যে অনেক আগে থেকেই রিটেইল শপগুলোতে বহুমূল্য ও দুষ্প্রাপ্য পাথরের ব্যাপক চাহিদা দেখা যায়। এছাড়া, আলদাভাবে অলংকারের পাথর অর্ডার করেন ফ্যাশন ডিজাইনার ও স্টাইলিস্টরা।

ডিজাইনারদের একজন বলেন, ‘অস্কারের রেড কার্পেটে যে তারকারা হাঁটবেন তাদের জন্য হীরার অলংকার বানানোর প্রক্রিয়া মোটেও সহজ না। অনেক স্টাইলিস্ট আমাদের সাথে যোগাযোগ করে থাকেন। তারাই আমাদের ধারণা দেন, কী ধরনের পাথর বা রত্ন প্রয়োজন। পাথরের আকার, ওজন, রঙ ইত্যাদিরও একটা নির্দেশনা দেয়া হয়। আমরাও এমন বহুমূল্য পাথর পাঠাই যা আগের আসরে কেউ দেখেনি।’

বিশ্বের নানা দেশের সমন্বিত ঐতিহ্য গুরুত্ব পাবে অলংকারের নকশায়। তবে এবারের আসরেও ভারী ডিজাইনের কাজ ও বড় আকারের রত্ন-খচিত অলংকার বেশি চোখে পড়বে বলে জানাচ্ছেন বিয়ার্স গ্রুপের প্রাকৃতিক হীরা সংগ্রাহক দলের প্রধান স্যালি মরিসন।

শুধু তাই নয় এবারের আসরে হলিউড তারকাদের পছন্দের তালিকায় আছে অসম্পূর্ণ ও খর্বাকৃতির হীরের অলংকার। অস্কারের ৯৬ তম আসরে তারকাদের বসন-ভূষণে সবুজ, বাদামী ও হলুদ হীরের যে চাকচিক্য দেখা গেছে, এ আসরেও তার কিছু ঝলক আসছে বলে দাবি অলংকার নির্মাতাদের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে শুধু অভিনেত্রীরাই নন, হলিউডের নাম করা অভিনেতাদের সাজসজ্জায় গুরুত্ব পাচ্ছে অলংকার। তবে এসব ক্ষেত্রে খুব বেশি ডিজাইনের বাড়াবাড়ি পছন্দ করেন না তারা। পাশাপাশি এমন অনেক অভিনেত্রীও আছেন যারা, খুব সাধারণ অথচ দর্শনীয়- এমন হালকা গয়না পড়তে ভালোবাসেন। তবে শেষ পর্যন্ত কার গলার হার মন কাড়বে দর্শকদের কিংবা কার কানের দুল নাম লেখাবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। তা জানতে অপেক্ষা করতে হবে মার্চের ৩ তারিখ পর্যন্ত। চোখ রাখতে হবে অস্কারের রেড কার্পেটে।

ইএ

শিরোনাম
বাংলাদেশের বাণিজ্যের স্বার্থে আগামী দু-একদিনের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হবে আমেরিকার প্রেসিডেন্টের কাছে: প্রেস সচিব
শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধের কোনো প্রয়োজন নেই: চীনের গণমাধ্যম সিজিটিএনকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বাংলাদেশে চীনের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আহ্বান
ভূমি ডিজিটাইজেশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে 'আধুনিক ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর উদ্যোগ নিয়েছে সরকার
গভর্নর ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আইএমএফের প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিকখাতের সংস্কার কর্মসূচিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা, জুনে ঋণচুক্তির বাকি অর্থছাড়ের ব্যাপারে আশাবাদী
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি তৈরি পোশাক রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
বাংলাদেশের বাণিজ্যের স্বার্থে আগামী দু-একদিনের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হবে আমেরিকার প্রেসিডেন্টের কাছে: প্রেস সচিব
শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধের কোনো প্রয়োজন নেই: চীনের গণমাধ্যম সিজিটিএনকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বাংলাদেশে চীনের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আহ্বান
ভূমি ডিজিটাইজেশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে 'আধুনিক ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর উদ্যোগ নিয়েছে সরকার
গভর্নর ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আইএমএফের প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিকখাতের সংস্কার কর্মসূচিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা, জুনে ঋণচুক্তির বাকি অর্থছাড়ের ব্যাপারে আশাবাদী
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি তৈরি পোশাক রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা