গত সপ্তাহে দেশের বাইরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। জনপ্রিয়তা আর আয়ের লড়াইয়ে কে আছে এগিয়ে?
১. অ্যানিমেল
চলতি মাসের শুরুতেই মুক্তি পেল সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির শুরুতেই কিং খানের ‘জওয়ান’ আর সালমান খানের ‘টাইগার থ্রি’কে টপকে হিন্দি চলচ্চিত্রে দ্রুততম ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’। রণবীর কাপুরের ক্যারিয়ারের বেস্ট অ্যাকশন সিনেমা এটি। সমালোচনাকে পাশ কাটিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে অ্যানিমেল। মুক্তির ১০ দিনে বিশ্বব্যাপী ৬৬০ কোটি রুপি বক্স অফিসের ঝোলায় জমা করেছে ‘অ্যানিমেল’। বাংলাদেশেও ৪৮টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।
২. স্যাম বাহাদুর
একই দিনে বলিউডে মুক্তি পেয়েছে ভিকি কৌশাল অভিনীত সিনেমা ‘স্যাম বাহাদুর’। তবে ‘অ্যানিম্যাল’-এর কাছে দাঁড়াতেই পারেনি ‘স্যাম বাহাদুর’। ভারতের প্রথম ফিল্ড মার্শাল, স্যাম মানেকশ-এর জীবনের উপর তৈরি স্যাম বাহাদুর। যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধেও অবদান রেখেছিলেন। সিনেমাটি পরিচালনা করেছেন রাজীখ্যাত পরিচালক মেঘনা গুলজার। এর আগে রাজী সিনেমায় অনেক দৃশ্যে উঠে এসেছিল স্যাম বাহাদুরের কথা। ৫৫ কোটি রুপি বাজেটের বিপরীতে এখন পর্যন্ত স্যাম বাহাদুরের পকেটে ৫১ কোটি রুপি জমা হয়েছে।
৩. এক্সট্রা অরডিনারি ম্যান
৮ ডিসেম্বর মুক্তি পেল তেলেগু সিনেমা ‘এক্সট্রা অরডিনারি ম্যান’। ক্রাইম এবং অ্যাকশনে ভরপুর এই সিনেমার পরিচালক ভাকান্তাম বামসি। সিনেমাতে মূল চরিত্রে আছেন নিতিন এবং শ্রীলীলা। মুক্তি ৩ দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ৩ কোটি রুপি।
৪. মানুষ
এদিকে অ্যানিমেলের পর এলো টালিউডের সিনেমা ‘মানুষ’। জানা গেছে, সিনেমাটি আমদানি করেছে একশন কাট এন্টারটেইনমেন্ট। এরই মাঝে মন্ত্রণালয় থেকে সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে তারা। ১৫ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় জিত এবং বিদ্যা সিনহা মিম অভিনীত বাংলা সিনেমা ‘মানুষ’।
২৪ নভেম্বর টালিউডে মুক্তি পায় সিনেমাটি। কলকাতা, পুরুলিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় টানা ৪০ দিন শুটিং হয়েছে। অ্যাকশন এবং ক্রাইম থ্রিলারধর্মী এই সিনেমার পরিচালক ঢাকাই সিনেমার নির্মাতা সঞ্জয় সমদ্দার। ৩ কোটি রুপি বাজেটের মানুষ বক্স অফিসের ঝুলিতে জমা করেছে প্রায় ২ কোটি রুপি। ২০২২ সালের ১৬ ডিসেম্বর চলচ্চিত্রটির শুটিং শুরু হয়।