দেশে এখন
0

বন্যায় নোয়াখালীর দুইশো কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

বন্যায় উপকূলীয় জনপদ নোয়াখালীর ৮টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধুমাত্র সড়ক বিভাগের ক্ষতি হয়েছে প্রায় ২শ' কিলোমিটার সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। কর্তৃপক্ষ বলছে, সড়ক থেকে পানি নেমে যাওয়ায় ইতোমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে।

সড়কের উপর দিয়ে হেলে-দুলে চলছে যানবাহন। ধুলোবালি আর কাদামাটিতে মাখামাখি সড়ক। এমন চিত্র নোয়াখালীর বেগমগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকার। সড়কে ছোট-বড় গর্ত থাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

সড়ক বিভাগের তথ্যমতে, বন্যায় পানির নিচে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ২০০ কিলোমিটার সড়ক। যার মধ্যে রয়েছে কবিরহাট-ছমির মুন্সিরহাট- সোনাইমুড়ী সড়কের সাড়ে ২৩ কিলোমিটার এবং সোনাইমুড়ী- সেনবাগ- কল্যানদি সড়কের ২১ কিলোমিটারসহ বেশ কিছু সড়ক।

সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে, পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ে কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সাম্প্রতিক বন্যায় নোয়াখালীতে সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

এএইচ