দেশে এখন
0

ড. ইউনূস দেশ সংস্কারে আগ্রহী, নির্বাচনে অংশ নিতে নয়: প্রেস সচিব

ড. মুহাম্মদ ইউনূস দেশ সংস্কারেই আগ্রহী, নির্বাচনে অংশ নিতে নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম। আজ (সোমবার, ৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘কেবল দেশ সংস্কার করতে দায়িত্ব নিয়েছেন ড. ইউনূস, আগামীতে কোনো নির্বাচনে অংশ গ্রহণ করতে আগ্রহী নন তিনি।’ এছাড়াও দেশে কবে নির্বাচন হবে সেটা দেশের মানুষই নির্ধারণ করবে বলেও উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

এছাড়া, জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফর বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল সফর বলেও দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

তার ৪ দিনের সফরে ১২টি দেশের সরকার , রাষ্ট্র প্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেছেন ড ইউনূস। আর সকলই বাংলাদেশের পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেছেন বলেও জানান শফিউল আলম।

শফিউল আলম বলেন, ‘দেশ সংস্কারে বিশ্ব নেতারা ড. ইউনূসের পাশে থাকবেন বলে জানিয়েছেন। তবে, কোনো বিশ্ব নেতাই দেশ সংস্কারে সময় বেধে দেইনি। তারা জানান এটাতে সময় লাগবে এবং তারা পাশে থাকবেন।’

এএইচ