নরসিংদীতে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

দেশে এখন
0

নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ (সোমবার, ২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নরসিংদী রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদী জেলা প্রশাসনের সহায়তায় অভিযান চালান রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা আবদুস সোবহান। এসময়, প্রায় ২ একর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা অন্তত অর্ধশত স্থায়ী ও অস্থায়ী দোকানপাট ও অন্যান্য স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা আবদুস সোবহান জানান, রেলওয়ের জায়গা দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা গড়ে তোলায় দীর্ঘদিন ধরে জনভোগান্তি হচ্ছিলো। এছাড়া, অবৈধ স্থাপনার কারণে কখন ট্রেন আসছে, যাত্রী ও পথচারীরা তা দেখতে পাচ্ছিলেন না। এতে দুর্ঘটনার শিকারও হচ্ছিলেন পথচারীরা।

আজকের উচ্ছেদ করা এসব দোকানপাট ও স্থাপনার কোনোরকম ইজারা ছিল না, ভবিষ্যতেও এসব স্থান ইজারা দেয়া হবে না এবং রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

অভিযানে আবদুস সোবহান ছাড়াও নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ ও রাফিউর রহমানসহ রেলওয়ের ঢাকা বিভাগের কর্মচারী, রেলওয়ে পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এএইচ