ফুটবল
এখন মাঠে
0

৯-২ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের নতুন ইতিহাস

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়েছে বায়ার্ন মিউনিখ। দিনামো জাগরেবকে ৯-২ গোলে হারিয়েছে জার্মান ক্লাবটি। এর আগে, এই টুর্নামেন্ট ইতিহাসে কোনো দলকে ৯ গোল হজম করতে হয়নি।

গেল ২১ বছর লজ্জার রেকর্ডটি ছিল দিপার্তিভো লা করুনার। ২০০৩ সালে মোনাকোর বিপক্ষে ৮-৩ গোলে হেরেছিল ক্লাবটি।

এদিকে, বায়ার্ন-জাগরেব গোল বন্যার ম্যাচে ইংলিশ তারকা হ্যারি কেইন একাই করেছেন চার গোল। যদিও তিনটিই এসেছে পেনাল্টি থেকে। বাকি পাঁচ গোলের দুটি করেছেন মাইকেল ওলিস। রাফায়েল গেরেরো, লেরয় সানে, গোরেতসকা পেয়েছেন একটি করে গো

এই সম্পর্কিত অন্যান্য খবর