২০২৫ ক্রীড়া ইতিহাসে লেখা থাকছে নতুন করে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বড় ট্রফির স্বাদ পেয়েছে একাধিক দল। নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত।
ক্রিকেটে সবচেয়ে আলোচিত সাফল্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ১৮ বছরের অপেক্ষা শেষে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতে স্বপ্নপূরণ হয় কোহলি-ডিভিলিয়ার্সদের।
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে হোবার্ট হারিকেনস। প্রথমবার বিগ ব্যাশ লিগের চ্যাম্পিয়ন হয় তারা।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটে বহুদিনের আক্ষেপ ঘোচায় দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে বড় মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় প্রোটিয়ারা।
ফুটবলেও ২০২৫ মানেই অপেক্ষার অবসান। ১৬৪ বছরের ক্লাব ইতিহাসে প্রথম বড় ট্রফি এফএ কাপ জিতে নেয় ক্রিস্টাল প্যালেস। দীর্ঘ প্রায় সাত দশক পর আবারো শিরোপার স্বাদ পায় নিউক্যাসল ইউনাইটেড, জিতে নেয় ইএফএল কাপ।
ইউরোপে ইতিহাস গড়ে প্যারিস সেন্ট জার্মেই। ক্লাবের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করে তারা। আর ১৭ বছরের ট্রফিখরা কাটিয়ে ইউরোপা লিগ জিতে ঘুরে দাঁড়ায় টটেনহাম হটস্পার।
২০২৫ তাই শুধু শিরোপার বছর নয়, এটি অপেক্ষা আর ধৈর্যের জয়গাথা। যারা বছরের পর বছর স্বপ্ন দেখেছে, এ বছর তাদের অনেকের হাতেই উঠেছে কাঙ্ক্ষিত ট্রফি। ক্রীড়াপ্রেমীদের জন্য এ বছর তাই হয়ে থাকবে স্মরণীয়।




