জার্মানির শীর্ষ লিগে গোলে অবদানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি আগে ছিলো আরিয়ান রবেনের। সাবেক ডাচ উইঙ্গারের লেগেছিলো ১১৯ ম্যাচ। হাইডেনহাইমের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোল করেন কেইন। বুন্দেসলিগায় ইংলিশ অধিনায়কের এটি ৮১ তম গোল।
আরও পড়ুন:
মাত্র ৭৮ ম্যাচ খেলেই গোল করা ও অ্যাসিস্টে ১০০ গোলের অবদান রাখলেন তিনি। চোটের আঘাত ও নানা কারণে একাদশের বেশ কয়েকজনকে ছাড়া মাঠে নামলেও বড় জয় নিয়ে বছর শেষ করলো বায়ার্ন মিউনিখ।





