দেশে এখন
0

হাসপাতালে নেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে

আবারও হাসপাতালে নেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। বুধবার (১১ সেপ্টেম্বর)) রাত ২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় তাকে।

মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই মধ্য রাতে হাসপাতালে নেয়া হয় বলে নিশ্চিত করে তার ব্যক্তিগত চিকিৎসক। রাত ১টায় খালেদা জিয়ার গুলশানের ভাবন ফিরোজা থেকে এভারকেয়ারে উদ্দেশ্যে রওনা হয় তার গাড়ি বহর।

এর আগে গত ৭ জুলাই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয় তার মেডিকেল বোর্ড। অবস্থা কিছুটা উন্নতি হলে ২১ আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

দীর্ঘদিন যাবৎ কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিকে, আইনি আর কোনো জটিলতা না থাকায় শিগগিরই বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেয়া হবে তাকে।

এসএস