ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এসব হতাহতের ঘটনা ঘটে। রাজধানী হ্যানয়সহ বেশ কয়েকটি শহর তলিয়ে গেছে পানির নিচে। পানির তোড়ে ভেসে গেছে কয়েকশ ঘরবাড়ি ও অবকাঠামো।
হ্যানয়ের রেড নদীর পানি ঘণ্টায় ১০ সেন্টিমিটার করে বাড়ছে। পানিবন্দি হয়ে আছেন কয়েক হাজার বাসিন্দা। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পরিচিতি পাওয়া ইয়াগি গেল সপ্তাহে ফিলিপিন্সের লুজন দ্বীপে প্রথম আঘাত হানে।