ভারতের হিমাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় প্রবল তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী শিমলার জাখুতে প্রায় ছয় ইঞ্চি এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুফরি ও নারকান্দায় এক ফুট পর্যন্ত তুষার জমেছে। মানালি, চাম্বা এবং লাহুল-স্পিতির উঁচু এলাকাগুলোতেও ভারী তুষারপাত রেকর্ড করা হয়।
এ আবহাওয়া পর্যটকদের আনন্দিত করলেও স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের জন্য বড় ধরনের দুর্ভোগ।
আরও পড়ুন:
সবচেয়ে করুণ পরিস্থিতি আদিবাসী অধ্যুষিত লাহল ও স্পিতি জেলায়। টানা তুষারপাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু শহর ও জেলা। পুরো রাজ্যে গত শনিবার থেকে জারি রয়েছে উচ্চ সতর্কতা। আগামী বুধবার পর্যন্ত তুষারপাতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আভাস আবহাওয়া বিভাগের।





