অপরাধ ও আদালত
0

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৮, অস্ত্রসহ গুলি উদ্ধার

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কক্সবাজার সদরের পিএমখালীর মাইজপাড়া এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় দেশী-বিদেশী অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার, ৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের উপস্থিতিতে র‌্যাব, সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি এ যৌথ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলো, মাইজপাড়া এলাকার কলিম উল্লাহ, মো. খোরশেদ আলম, মো. হাসান শরীফ লাদেন, মো. শাহিন, মো. মিজান, আব্দুল মালেক, আব্দুল হাই ও আব্দুল আজিজ। র‍্যাব-১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে ২টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ানশ্যুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগজিন, ৫টি দামা, ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি চেইনও উদ্ধার করা হয়েছে।

মো. আবুল কালাম চৌধুরী জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এছাড়াও তারা দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য দেশীয় অস্ত্র দ্বারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতো এবং এলাকায় ত্রাস সৃষ্টি করতো।

বিভিন্ন অপরাধ ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তারা বিভিন্ন মাধ্যম হতে অবৈধ দেশী-বিদেশী অস্ত্র-গোলাবারুদ ক্রয় এবং প্রয়োজন অনুযায়ী এ সকল অবৈধ অস্ত্রের ব্যবহার করতো।

এরপর কাজ শেষে নিজেদের হেফাজতে মজুদ করে রাখতো বলে জানা যায়। উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ