দেশে এখন
0

ল্যাপটপ জমাকরণে ভুল বোঝাবুঝির বিষয়ে যা জানালো আইএসপিআর

সংসদ ভবন এলাকা থেকে সেনাসদস্য কর্তৃক ল্যাপটপ জমাকরণে ভুল বোঝাবুঝি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও প্রসঙ্গে জানিয়েছে আইএসপিআর। আজ (বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ ভুল বোঝাবুঝির বিষয়ে জানায় আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট সংসদ ভবনের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে সচেতন নাগরিকরা হারানো রাষ্ট্রীয় সম্পদের কিছু অংশ ঐদিনই উদ্ধারপূর্বক সেনাবাহিনীর নিকট হস্তান্তর করে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ভয়েজ সংযোজিত একটি ভিডিওতে সংসদ ভবন এলাকায় ল্যাপটপ হাতে হাসিমুখে হেঁটে যাওয়া একজন সেনাসদস্যের ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভয়েজে দুইটি ল্যাপটপ সেনাসদস্য কর্তৃক অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করে উক্ত সেনাসদস্য এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়।

মূলত, গত ৫ আগস্ট সেনাসদস্যদের একটি ল্যাপটপ ও একটি স্ক্যানার কতিপয় সচেতন নাগরিক কর্তৃক হস্তান্তর করা হয় যা উক্ত সেনাসদস্য নিকটস্থ সেনা ক্যাম্পে জমা করেন বলে জানায় আইএসপিআর। পরে উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর সাথে উক্ত ল্যাপটপ ও স্ক্যানার জাতীয় সংসদ ভবনের সার্জেন্ট এ্যাট আর্মস এর কাছে হস্তান্তর করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশপ্রেমী ও পেশাদার সেনাবাহিনী সংক্রান্ত এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের নিকট বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় বলেও জানায় আইএসপিআর।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর