ফুটবল
এখন মাঠে
0

চতুর্থবার অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের যুবারা

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আসরের দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। এ নিয়ে চতুর্থবার শিরোপার মঞ্চে গেল বাংলাদেশের যুবারা।

সাফ চ্যাম্পিয়নশিপের হট ফেভারিট দল ভারত। সেই দলকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। মারুফুল হকের শিষ্যরা উল্লাস তাই করেন বাঁধনহারা। শিরোপার লড়াই নিশ্চিত হওয়ায় যুবাদের সাথে উৎসবে শামিল হয়েছেন প্রবাসী বাঙালিরাও।

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ম্যাচের ফলাফল নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। ফাইনাল নির্ধারণের ম্যাচে বদলি হিসেবে নামা গোলরক্ষক আসিফ ভারতের প্রথম শট রুখে দেন। তারপর টানা গোল দিতে থাকে লাল-সবুজ প্রতিনিধিরা। পরের তিনটি শটে ভারতও নিশানার দেখা পায়। তবে, তাদের পঞ্চম শটও প্রতিহত করেন বাংলাদেশের আসিফ। ফলে ৪-৩ গোলে জয় পায় মারুফুল হকের দল।

ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে ছিল ভারত। তবে, কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ পেয়েই প্রতিপক্ষের জালে বল জড়ান বাংলাদেশের আসাদুল মোল্লা। ৩৫তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথমার্ধে আর গোল না পেলেও দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ পায় চন্দন, মিরাজুলরা। তবে, ফিনিশিং দক্ষতার অভাবে নিশানা খুঁজে পায়নি। উল্টো গোল হজম করে বসে বাংলাদেশ। ম্যাচে সমতা আনেন ভারতের গয়ারি।

পরে আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকলেও কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচের অতিরিক্ত মিনিটে কর্নার পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। প্রতিপক্ষের ফুটবলারদের সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বাংলাদেশের এক ফুটবলার। তখন দশ জনের দল হলেও বাড়তি ৩০ মিনিট না থাকায় ম্যাচ জিততে তেমন অসুবিধা হয়নি বাংলার যুবাদের।

আগামী (বুধবার, ২৮ আগস্ট) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

tech