২০২১ সাল থেকে তাসকিনের বৃহস্পতি তুঙ্গে। লাল কিংবা সাদা বলে নিজে উড়েছেন, ঠিক তেমনি উড়িয়েছেন লাল সবুজ পতাকা। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে রেখেছিলেন মূখ্য ভূমিকা। যে কারণে তাসকিনে মুগ্ধ হয়ে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি দলগুলো ঝাঁপিয়ে পড়েছে এই স্পিডস্টারকে দলে ভেড়াতে। আইপিএল থেকে প্রস্তাব এসেছিলো সেই সময়ে।
কিন্তু দেশের হয়ে খেলার জন্যই আইপিএলে খেলার স্বপ্ন পূরণ হয়নি তার। এরপর পাকিস্তান সুপার লিগ, এসপিএল, সিপিএল এমনকি কাউন্ট্রি ক্রিকেট লিগ থেকেও খেলার প্রস্তুাব পেয়েছিলেন।
কিন্তু, বাংলাদেশের টানা সিরিজ থাকায় বিসিবি ছাড়েনি তাসকিনকে। যে কারণে প্রায় ৩ কোটি টাকা আয় থেকে বঞ্চিত হন তিনি। বিনিময়ে কতোটা প্রণোদনা দিয়েছে ক্রিকেট বোর্ড তাসকিনকে।
বাংলাদেশ ক্রিকেট দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ বলেন, ‘লীগ খেললে আর্থিকভাবে উপকৃত হতাম। তবে বোর্ড যা করেছে ঠিক আছে কারণ আমার দিকে খেয়াল করেছে। কিন্তু আমি এর থেকেও ভালো কিছুর জন্য উপযুক্ত। ফ্রি টাইমে খেলতে দিলেই হবে আর এতেই ক্রিকেটাররা খুশি।’
ক্যারিয়ারজুড়ে সীমিত ওভারের ক্রিকেট দারুণ সফল তাসকিন। কিন্তু, ইনজুরির ঈর্ষায় টেস্ট ক্রিকেটে হতে পারেননি নিয়মিত। তারপরও টিম ম্যানেজমেন্টের চাওয়াতে টেস্টেও ফিরেছিলেন।
তবে কাল হয়ে দাঁড়িয়েছিলো ইনজুরি। যে কারণে টেস্ট থেকে এক বছর বাইরে ছিলেন। ক্রিকেট ক্যারিয়ার নিরাপদ রাখতে অন্য অনেক ক্রিকেটার যখন টেস্ট থেকে আড়ালে রেখেছেন সেখানেও ব্যতিক্রম তাসকিন। পাকিস্তানের বিপক্ষে নিজ থেকেই খেলতে চেয়েছেন টেস্ট ক্রিকেট।
তাসকিন আহমেদ আরো বলেন, ‘২য় টেস্টের জন্য মূলত নিজেকে প্রস্তুত করার পরিকল্পনা আছে। যতদিন খেলা যায় খেলবো। আর যদি কখনো সমস্যা হয় বোর্ডের সাথে কথা বলবো।’
এছাড়াও সিরিজ জয় নিয়ে তিনি জানান, সিরিজের ফল অবশ্যই জিততে চাইবো।
শুধু, টেস্ট খেলাতেই সীমাবদ্ধ থাকতে চান না স্পিড স্টার। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ের সংকল্প তার।