দেশে এখন
0

ধারণার চেয়েও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর সাধারণ মানুষের জীবন

ফেনীতে এখন দু'চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি। সড়ক, ফসলের মাঠ, রাস্তা, অলিগলি, বসতভিটা সবই ডুবে আছে পানির নিচে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সহায় সম্বল হারিয়ে বেশিরভাগই ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।

এদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান শুকনো খাবার ও ওষুধ সামগ্রী বিতরণ করছেন বন্যার্তদের মাঝে। তবে প্রয়োজনের তুলনায় তা কম।

পানিবন্দি ফেনী। দু'চোখ যেদিকে যায় অথৈ পানি। সড়ক থেকে ফসলের মাঠ। বসতভিটা সবই ডুবে আছে পানির নিচে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। ধারণার চেয়েও ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত এখানকার জনজীবন। ডুবে আছে শহরের রাস্তা, অলিগলি ও অসংখ্য ঘরবাড়ি।

স্থানীয় একজন দুঃখ প্রকাশ করে বলেন, ‘বন্যায় আমার ঘর ভেসে গেছে। দোচালা ঘর পুরোটাই ভেঙে গেছে।’

আরেকজন জানান, বন্যার পানিতে বাড়িঘর সব ডুবে গেছে।

কেউ কেউ আটকে আছেন বাড়ির ছাদে। কেউবা সহায় সম্বল হারিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এলাকাবাসীদের কয়েকজন জানান, অনেকে ঈদগাহে আশ্রয় নিয়েছে। কেউ কেউ সাঁতরে নিরাপদ আশ্রয়ে পৌঁছেছেন।

বন্যা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন অনেক মানুষ।

শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযানে নামে অসংখ্য স্বেচ্ছাসেবক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা। বিতরণ করা হয় শুকনো খাবার ও ওষুধ সামগ্রী।

তবে স্থানীয়দের দাবি, প্রয়োজনের তুলনায় সরঞ্জাম অপ্রতুল হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেখা দিতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর