অপরাধ ও আদালত
দেশে এখন
0

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি গ্রেপ্তার

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (সোমবার, ১৯ আগস্ট) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ওবায়দুর রহমান রাতে এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) একজন কর্মকর্তা জানিয়েছেন, দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামিসহ ৫১০ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা করা হয়। মামলাটি দায়ের করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আ. রাজ্জাক হাওলাদার।

ওই মামলার এজাহারে বলা হয়, দীপু মনি ও তার ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর সুমনের হুমুকের মদদে গেল (১৮ জুলাই) বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭ টায় তাদের শত শত নেতাকর্মী দেশীয় অস্ত্রসস্ত্রসহ শহরের মুনিরা ভবনে হামলা, মালামাল লুটপাট, ভাঙ্গচুর ও ভবনে অগ্নিসংযোগ করে।

ডা. দীপু মনি ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেন। এরপর তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি টানা চারবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রিপরিষদে তাকে সমাজ কল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর