প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

এআই চিপ বাজারজাত পেছাচ্ছে এনভিডিয়া

ক্ষতিগ্রস্ত হবে মেটা, অ্যালফাবেট ও মাইক্রোসফট

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ তৈরি ও বাজারজাতের দিক থেকে বর্তমানে শীর্ষে রয়েছে এনভিডিয়া। তবে নতুন করে চিপসেট আনতে আরো তিন মাস সময় নেবে কোম্পানিটি। দ্য ইনফরমেশনের বরাতে রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

ডিজাইনগত ত্রুটির কারণে চিপ বাজারজাতের সময় পেছানোর এ কথা জানানো হয়েছে। চিপ বাজারজাতের সময় পেছানোর কারণে মেটা প্লাটফর্ম থেকে শুরু অ্যালফাবেটের গুগল, মাইক্রোসফটের মতো কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।

কেননা এসব কোম্পানি এরই মধ্যে এনভিডিয়ার কাছে কয়েক হাজার কোটি ডলারের চিপ ক্রয়াদেশ দিয়েছে বলে চিপ উৎপাদন সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে। মার্চে ব্ল্যাকওয়েল চিপ সিরিজ উন্মোচন করেছে এনভিডিয়া। এটি মূলত আগে বাজারে আসা গ্রেস হপার সুপার চিপের উত্তরসূরি। এআই অ্যাপ্লিকেশনের গতি বাড়ানোর জন্য হপার সুপার চিপ তৈরি করা হয়েছিল।

প্রতিবেদনের বিষয়ে ইমেইলে পাঠানো বিবৃতিতে এনভিডিয়ার এক মুখপাত্র জানান, আমরা আগেও জানিয়েছি হপারের চাহিদা অনেক। অন্যদিকে বড় পরিসরে ব্ল্যাকওয়েলের স্যাম্পলিং শুরু হয়েছে। বছরের দ্বিতীয়ার্ধে এ চিপের উৎপাদন শুরু হবে।

সামগ্রিক বিষয়ে যোগাযোগ করা হলে মাইক্রোসফট জানায়, তাদের নতুন করে কিছু বলার নেই। মেটা ও গুগলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

tech