গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

আগামী বছর বাজারে আসতে পারে নিনতেনদো সুইচ টু

২০১৭ সালে হ্যান্ডহেল্ড গেমিং জগতে নতুন পরিবর্তন আনে নিনতেনতো সুইচ ডিভাইস। তবে এরপর নতুন আর কোনো ডিভাইস বাজারে আসেনি। সম্প্রতি বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে আগামী বছরের শুরুতে হয়ত কোম্পানি নতুন ডিভাইস আনতে পারে।

আগের গুঞ্জন অনুযায়ী, ২০২৫ সালের মার্চে নিনতেনদো সুইচ ডিভাইস আসতে পারে। সম্প্রতি নিনতেনদো প্রাইম সংক্রান্ত তথ্যও প্রকাশ পেয়েছে।

এ তথ্য যদি সত্য হয় হয় তাহলে ২০২৫ সালের জানুয়ারিতে নতুন কনসোল বাজারজাতের ঘোষণা দিতে পারে গেমিং হ্যান্ডহেল্ড নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে মার্চের আগে সেটি বিশ্ববাজারে আসবে না বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, নতুন ডিভাইসের উৎপাদন পূর্ণ গতিতে চলছে। বিভিন্ন প্রতিবেদন বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বরেই প্রাইম ডিভাইসের ব্যাপক উৎপাদন শুরু করেছে কোম্পানি। এরই মধ্যে সাড়ে ছয় লাখের বেশি ডিভাইস বিশ্বের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়েছে।

তবে গুঞ্জন বা ফাঁস হওয়া তথ্য বিশ্বাস না করার বিষয়ে সতর্ক করেছেন প্রযুক্তিবিদরা। সেই সঙ্গে কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার পরামর্শও দিয়েছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, নিনতেনদো সুইচ টু ডিভাইসে বিভিন্ন আপডেট থাকতে পারে। এর মধ্যে নতুন ডিভাইসে ৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, এনভিডিয়ার টেগ্রা ২৩৯ প্রসেসর, রে ট্রেসিং সাপোর্টযুক্ত গ্রাফিকস, ১০৮০ পিক্সেলে গেম খেলার সুবিধা অন্যতম।

এছাড়াও ৮ জিবি এলপিডিডিআরফাইভ র‌্যাম, ৬৪ জিবি ইএমএমসি স্টোরেজ, উন্নত ব্যাটারিও থাকতে পারে। ডিভাইসটির আনুমানিক বাজারমূল্য ৪০০ ডলারের কাছাকাছি হতে পারে। তবে ডিভাইসের ডিজাইনে পরিবর্তন আনা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

বাজার সংশ্লিষ্টদের তে হাইব্রিড ডিজাইনের কারণেই মূলত প্রথম ডিভাইস বাজার দখল করেছে। তাই কোম্পানি আগের ডিজাইনেই নতুন ডিভাইস আনতে পারে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা।—গিজচায়না

এএইচ