তেহরানে দুই দিন আগে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। প্রতিশোধের কথা জানানোর পরই মূলত যুক্তরাষ্ট্র এ প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স সচিব লয়েড অস্টিন মধ্যপ্রাচ্য ও ইউরোপে অতিরিক্ত নৌবাহিনীর ক্রুজার এবং ব্যালিস্টিক মিসাইল ধংসে সক্ষম ডেস্ট্রয়ার পাঠানোর অনুমোদন দিয়েছেন। এছাড়াও মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের একটি অতিরিক্ত স্কোয়াড্রনও পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
বিবৃতিতে পেন্টাগন জানায়, মার্কিন সেনাবাহিনীকে সুরক্ষিত রাখতে অস্টিন বেশকিছু পরিবর্তনের কথা জানিয়েছেন। এর মাধ্যমে ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থাও জোরদার করা হবে। এছাড়াও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রস্তুতি নিশ্চিত করা হবে।
ধারণা করা হচ্ছিল যে, পেন্টাগন হয়ত ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্য থেকে সরাবে না। তবে অস্টিন ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। পেন্টাগনের বিবৃতিতে আরও বলা হয়, এটি আরও স্থল-ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে।
হোয়াইট হাউজের তথ্যানুযায়ী, গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। এ সময় নতুন মার্কিন প্রতিরক্ষামূলক সামরিক ব্যবস্থা কার্যকরের বিষয়ে আলোচনা হয়। এর মাধ্যমে মূলত ইসরায়েলের ওপর মিসাইল ও ড্রোনের মাধ্যমে হামলা করার যে শঙ্কা রয়েছে সেটি মোকাবেলা করা হবে।