আন্তর্জাতিক বাণিজ্য
0

ইউরোপে রেকর্ড প্রাকৃতিক গ্যাস রপ্তানি রাশিয়ার

জুলাই মাসে পাইপলাইনের মাধ্যমে ‍ইউরোপে প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে নতুন রেকর্ড করেছে রাশিয়া। সামগ্রিকভাবে তা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ এবং জুন মাসের তুলনায় ১২ শতাংশ। রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়া থেকে তুরস্ক পর্যন্ত সম্প্রসারিত তুর্কস্ট্রিম পাইপলাইনের মেরামত কার্যক্রম শেষ হওয়ার কারণে মাসেরে হিসেবে গ্যাস উত্তোলন ও রপ্তানি বৃদ্ধির বিষয়টি প্রতিফলিত হয়েছে।

বিশ্লেষকরা চলতি বছর গ্যাসের চাহিদা আরো বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন। মূলত শীত ঋতুকে সামনে রেখে এরই মধ্যে বিভিন্ন খাতে গ্যাস সংরক্ষণের কার্যক্রম শুরু হয়েছে।

ইউরোপীয়ান গ্যাস ট্রান্সমিশন গ্রুপ এন্টসগ ও ইউক্রেন রুটে গ্যাস রপ্তানি বিষয়ে গ্যাজপ্রমের তথ্যসূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, জুলাইয়ে রাশিয়া থেকে ইউরোপে প্রাকৃতিক গ্যাস রপ্তানি ৯ কোটি ১৫ লাখ কিউবিক মিটার বেড়েছে। যেখানে ২০২৩ সালের একই সময়ে ৮ কোটি ৬৬ লাখ কিউবিক মিটার গ্যাস রপ্তানি করা হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত ইউরোপে ১ হাজার ৮৩০ কিউবিক মিটার গ্যাস রপ্তানি করেছে। তবে কোম্পানিটি ২০২৩ সালের পর থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস রপ্তানির কোনো তথ্য প্রকাশ করেনি। চলতি বছরের তথ্যের বিষয়েও কোনো মন্তব্য করেনি।

গ্যাজপ্রম ও রয়টার্সের জরিপ অনুযায়ী, ২০২২ সালে বিভিন্ন পথে ইউরোপে ৬ হাজার ৩৮০ কোটি কিউবিক মিটার গ্যাস রপ্তানি করেছে রাশিয়া। ২০২৩ সালে তা ৫৫ দশমিক ৬ শতাংশ কমে ২ হাজার ৮৩০ কোটি কিউবিক মিটারে নেমে এসেছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর