এশিয়া
বিদেশে এখন
0

দেশে জরুরি অবস্থার মেয়াদ ৬ মাস বাড়ালো মিয়ানমার

দেশে চলমান সহিংস পরিস্থিতির জন্য জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে মিয়ানমারের জান্তা সরকার।

দেশের গণমাধ্যম বলছে, দেশের বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভ বাড়ার পাশাপাশি অর্থনৈতিক সংকটের কারণে ক্ষমতায় টিকে থাকা নিয়ে হিমশিম খাচ্ছে সেনাশাসিত জান্তা সরকার।

যদিও জাতীয় প্রতিরক্ষা আর নিরাপত্তা পরিষদ বলছে, জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে ভোটার তালিকা হালনাগাদের জন্য আরও সময় নেয়ার জন্য। দেশটিতে আগামী বছরই অনুষ্ঠিত হবে নির্বাচন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা নেয় সেনাবাহিনী। গেলো বছর থেকেই বড় পরিসরে সেনা সরকারের পতনের দাবিতে বিদ্রোহীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর