যুদ্ধ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘ

হামাস ও হিজবুল্লাহ নেতাদের মৃত্যুতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘ। চলমান পরিস্থিতিতে সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে হানিয়া ও ফুয়াদ শোকর হত্যার ঘটনায় ইসরাইলকে দায়ী করছে হামস ও হিজবুল্লাহ। এতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের আক্রোশ জন্মেছে লেবানন ও ইরানের।

এতে সংঘাত বিস্তৃত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। সংঘাত প্রতিরোধে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা।

উত্তেজনা বাড়ার পেছনে গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়াকে দায়ী করছে চীন ও যুক্তরাজ্য। এদিকে নিজেদের রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের কাছে সমর্থন চেয়েছে ইসরাইল।