মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইলি সেনাবাহিনীর বর্বর আচরণে ক্ষুব্ধ জাতিসংঘ

ত্রাণকর্মী ও স্বেচ্ছাসেবকদের ঢুকতে না দেয়ায় গাজার খান ইউনিসে মানবেতর জীবনযাপন করছে কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। ইসরাইলি সেনাবাহিনীর এমন বর্বর আচরণে ক্ষুব্ধ জাতিসংঘ।

ফিলিস্তিনে জাতিসংঘের সহায়তা সংস্থা, উনরার প্রতিবেদনে বলা হচ্ছে, গেল এপ্রিল থেকে গাজায় ত্রাণবাহী ট্রাক ও কার্গোর সংখ্যা অন্তত ৫৬ শতাংশ কমেছে। এতে করে চরম সংকটে পড়েছেন খান ইউনিসে আটকে পড়া ফিলিস্থিনিরা।

খাবার, পানি কিংবা জরুরি ওষুধ- কিছুই পৌঁছাচ্ছে না তাদের কাছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেল শুক্রবার খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ জনের প্রাণহানি হয়েছে। মোট নিহতের সংখ্যা ৩৯ হাজার ১৭০ ছাড়িয়েছে।

এদিকে আগামী রোববার ইতালির রোমে ইসরাইলি প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা।