প্রতিমন্ত্রী বলেন, 'গত কয়েকদিনে শুধু টেলিকম সেক্টরে ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও আইটি খাতে মোট ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা।'
মোবাইল ইন্টারনেটের বিষয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, 'আগামীকাল মোবাইল অপারেটরদের সাথে বৈঠকে বসা হবে। তারপর সিদ্ধান্ত নেয়া হবে মোবাইল ইন্টারনেট চালু করার বিষয়ে। তবে, আগামীকাল রোববার কিংবা সোমবার মোবাইল ইন্টারনেট চালু হবে।'
তিনি বলেন, 'আন্দোলন ঘিরে ৫০ হাজার থেকে ১ লাখ নতুন সিম ঢাকায় ঢুকেছে।'
গত সপ্তাহে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, রবি-সোমবারের মধ্যেই চালু হবে কাঙ্ক্ষিত মোবাইল ইন্টারনেট।
এর আগে, পাঁচ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাত অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয়। তবে, বুধবার (২৪ জুলাই) রাত থেকে বাসা-বাড়িতেও ইন্টারনেট সেবা মিলছে।